দেবীদ্বারে ১৩টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, উপজেলা প্রতিনিধি - দেবীদ্বার, কুমিল্লা
প্রকাশিত: রবিবার ১৪ই নভেম্বর ২০২১ ০৫:৫৪ অপরাহ্ন
দেবীদ্বারে ১৩টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

কুমিল্লার দেবীদ্বারে এসএসসি, দাখিল ও এসএসসি(ভোকেশনাল)-২০২১ইং সমমানের পরীক্ষা রোববার সকালে ১৩টি কেন্দ্রে শান্তিপূর্ন ভাবে নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।


পরীক্ষা চলাকালিন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক উন নবী তালুকদার কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।


দেবীদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ,কে,এম আলী জিন্নাহ জানান, এবার এস.এস.সি, দাখিল ও এস.এস.সি (ভোকেশনাল)-২০২১ইং সমমানের পরীক্ষায় দেবীদ্বার উপজেলার ৫১টি স্কুল ও ৩১টি মাদ্রাসা থেকে মোট ৩ হাজার ১শত ৭৮ জন পরীক্ষার্থী ছিল। তবে ১৩টি কেন্দ্রে পরিক্ষার্থী উপস্থিতি ছিল ৩ হাজার ১শ’জন এবং অনপুস্থিত ছিল ৭৮ জন।


এ ব্যাপারে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক উন-নবী তালুকদার জানান, পরীক্ষার সকল কেন্দ্র গুলোতে পুলিশ ও প্রশাসনিক অফিসার নিয়োগ করা হয়েছে এবং পরীক্ষার্থীরা নকল মুক্ত শান্তিপূর্ন পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, তবে কোথাও কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।