প্রকাশ: ২৩ জুন ২০২১, ২:৪৩
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে অনলাইনে পরীক্ষা শুরু হবে। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এ সিদ্বান্ত নেওয়া হয়।
বুধবার (২৩জুন) সকালে অনলাইনে নোবিপ্রবির একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দুপুরে পরীক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের চূড়ান্ত সিদ্বান্ত জানানো হয়।
এতে পূর্বের একাডেমিক কাউন্সিলের সিদ্বান্ত অনুযায়ী জুলাই থেকে স্বশরীরে সেমিষ্টার পরীক্ষা গ্রহণের সিদ্বান্ত বাতিল করে অনলাইনে পরীক্ষা গ্রহণের সিদ্বান্ত নেওয়া হয়।
নতুন সিদ্বান্ত অনুযায়ী, শিক্ষক ও শিক্ষার্থীদের অনলাইন পরীক্ষার ট্রেনিং দেওয়া হবে। পবিত্র ঈদুল আযহার আগেই সেমিস্টার পরীক্ষা শেষ করার কথা জানানো হয় উক্ত সভায়।