২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন, যা গত বছরের তুলনায় ৭৬ হাজার ৮১৪ জন কম।
বুধবার (১৬ অক্টোবর) সকালে ঢাকা বোর্ডের সভাকক্ষে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।
তিনি জানান, ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী। তবে এবার প্রাপ্তির সংখ্যা নেমে এসেছে ৬৯ হাজার ৯৭-এ। এর মধ্যে ছাত্র ৩২ হাজার ৫৩ জন এবং ছাত্রী ৩৭ হাজার ৪৪ জন।
শিক্ষা বিশ্লেষকদের মতে, এই পতন নতুন প্রশ্ন কাঠামো, কঠোর মূল্যায়ন ও বাস্তবভিত্তিক পরীক্ষা পদ্ধতির প্রভাবে ঘটেছে। এর ফলে শিক্ষার্থীদের প্রকৃত দক্ষতা মূল্যায়নের সুযোগ বাড়লেও জিপিএ-৫ অর্জন কঠিন হয়েছে।
এ বছর মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। তাঁদের মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।
শিক্ষা বোর্ড জানিয়েছে, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মূল্যায়ন প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে যাতে শুধুমাত্র মুখস্থ নয়, প্রয়োগভিত্তিক জ্ঞান গুরুত্ব পায়।