শিক্ষাঋণ গ্রহণের নোটিশ পেল কুবি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
কৌশিক আহমেদ, কুবি প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ৩রা মার্চ ২০২১ ০২:৫৪ অপরাহ্ন
শিক্ষাঋণ গ্রহণের নোটিশ পেল কুবি শিক্ষার্থীরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের জন্য স্মার্টফোন কিনতে ইউজিসির ঘোষিত শিক্ষাঋণের টাকার চেক গ্রহনের নোটিশ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।


বুধবার (৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের অনলাইন শিক্ষা-কার্যক্রমে অংশগ্রহণের জন্য ৬৮৪ শিক্ষার্থীকে শর্তসাপেক্ষে ঋণ বিতরণের ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। আবেদন কৃত শিক্ষার্থীদের আগামী ১৫ মার্চের মধ্যে সংযুক্ত চেক প্রাপ্তির আবেদন ফরমে বিভাগীয় প্রধানের মাধ্যমে আবেদন করার জন্য বলা হল।


উল্লেখ্য, করোনা কালীন শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য দেশের ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪১ হাজার ৫০১ জন অসচ্ছল শিক্ষার্থীকে সফটলোনের আওতায় স্মার্টফোন ক্রয়ের জন্য জনপ্রতি সর্বোচ্চ ৮ হাজার টাকা প্রদানের ঘোষণা দেয়  ইউজিসি।


এই ঋণের টাকা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় খোলার পর বা অধ্যয়নকালীন ৪টি সমান কিস্তিতে অথবা এককালীন পরিশোধ করতে পারবে।