আসছে ২ লাখ কোটি টাকার এডিপি

নিজস্ব প্রতিবেদক
সাখাওয়াত জামিল সৈকত (অতিথি লেখক)
প্রকাশিত: সোমবার ১৩ই মে ২০১৯ ১১:৫৭ পূর্বাহ্ন
আসছে ২ লাখ কোটি টাকার এডিপি

নতুন অর্থবছর জন্যে বড় অংকের উন্নয়ন বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। গেল বারের ধারাবাহিকতায় এবারেও বরাদ্দে প্রাধান্য থাকবে শিক্ষা স্বাস্থ্যসহ মানবসম্পদ খাতে। তবে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, বাজেট ঘোষণায় ঢাকঢোল না পিটিয়ে সরকারের উচিত তার গুনগত বাস্তবায়নে বেশি নজর দেয়া। চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপি'র আকার ছিল ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা। ২০০৯-১০ অর্থবছরে যা ছিল ৩০ হাজার ৫শ' কোটি টাকা। অর্থাৎ গত দশ বছরে এডিপি বেড়েছে সাড়ে ৫ গুণ। বরাদ্দ বাড়ার এই ধারাবাহিকতায় আসছে বাজেটে এডিপি হতে পারে ২ লাখ ২,৭২১ কোটি টাকা। উন্নয়ন প্রকল্পে প্রাধান্য পাবে মানবসম্পদ খাত। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, 'মানব সম্পদ উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, কৃষি, স্বাস্থ্য এমন মৌলিক কয়েকটি বিষয়ে সরকার জোর দিয়েছে। নতুন কোন ঋণ নেবার ব্যাপারে সরকার সাবধানে আগাবে।'  

অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, বরাদ্দ বাড়িয়েও বার্ষিক উন্নয়ন কর্মসূচি থেকে কাঙ্খিত সুফল পাওয়া যাচ্ছে না। বিদ্যুৎ খাতের বরাদ্দ ও উন্নয়ন প্রসঙ্গে সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, 'এত পরিমানে বিদ্যুৎ উৎপাদন করার পরও বিদ্যুৎ পাবার ব্যাপারে বিনিয়োগকারীদের কিন্তু সমস্য আছে। ডিস্ট্রিবিউশন ও লোড ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু বড় ধরণের উন্নয়ন ঘটেনি।' অর্থ বরাদ্দের ক্ষেত্রে গুরুত্ব বিবেচনায় রাখার কথা উল্লেখ করে সিপিডি'র গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান, 'যেহেতু বছরের শুরুতে কিছু অর্থের বরাদ্দ, কিছু খাতে দিয়ে দেয়া হয়। এ জন্য অনেক প্রাধিকার খাত আছে যেখানে বছরের শুরুতে যথেষ্ট অর্থায়ন আর পাওয়া যায় না।' 

এদিকে,পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, 'অর্থের জন্য কোন প্রকল্পের কাজ আটকে রাখি নাই। অনেক সময় বিদেশি ঋণ দানকারীর কারণে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দেয়, যার জন্য দেরি হয়।' আসছে বাজেটের এডিপিতে মানবসম্পদ খাতে প্রাধান্য থাকলেও অর্থনীতিবিদের শঙ্কা আছে বরাদ্দকৃত অর্থের গুণগত ব্যবহার নিয়ে। এ প্রসঙ্গে ড. সেলিম রায়হান আরও বলেন, 'যে ধরণের দক্ষ ব্যবস্থাপনা দরকার, তার ওপর ভিত্তি করে যদি শিক্ষা খাতের দিকে তাকাই তবে দেখতে পাই, আসলে এগোচ্ছে কি না? সে ব্যাপারে বড় ধরণের প্রশ্ন আছে। অথচ শিক্ষাখাতে যতটুকু বরাদ্দ সেটা কিন্তু খরচ হচ্চে প্রতি বছর।'  নতুন অর্থবছরের জন্য প্রস্তুত করা প্রায় দুই লাখ কোটি টাকার এডিপির ৬৫ শতাংশ অর্থের যোগান আসবে অভ্যন্তরীণ খাত থেকে। বাকি ৭১ হাজার ৮০০ কোটি টাকা বা ৩৫ শতাংশ অর্থের জন্য নির্ভর করতে হবে বিদেশি উৎসে।

ইনিউজ ৭১/এম.আর