
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫, ১৭:১৪

ভারতের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আদানি পাওয়ার লিমিটেড বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। তারা জানিয়েছে, আগামী ১০ নভেম্বরের মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কাছে থাকা ৪৯৬ মিলিয়ন মার্কিন ডলার বকেয়া পরিশোধ না করা হলে ১১ নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি ৩১ অক্টোবর বিপিডিবির চেয়ারম্যানের কাছে পাঠিয়েছেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান অবিনাশ অনুরাগ।
