
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১১:১১

একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচটি ব্যাংকের আমানতকারীদের জন্য ২০২৪ ও ২০২৫ সালে মুনাফা না দেওয়ার পূর্বঘোষিত সিদ্ধান্ত থেকে কিছুটা সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই দুই বছরে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ব্যক্তিগত ও মেয়াদি আমানতের বিপরীতে ৪ শতাংশ হারে মুনাফা প্রদান করা হবে। একই সঙ্গে ২০২৬ সাল থেকে বাজারভিত্তিক মুনাফা ব্যবস্থা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
