সংবাদ প্রকাশের পর ভূরুঙ্গামারীতে বন্ধ হলো অবৈধ বালু উত্তোলন

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , নিজস্ব প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: শুক্রবার ১৪ই মার্চ ২০২৫ ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ প্রকাশের পর ভূরুঙ্গামারীতে বন্ধ হলো অবৈধ বালু উত্তোলন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীত সংবাদ প্রকাশের পর অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার দুপুরে উপজেলার পাথরডুবি ইউনিয়নের ফুলকুমার নদে অভিযান চালিযে ড্রেজার মেশিন ধ্বংস করে বালু উত্তোলন বন্ধ করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম‍্যাজিষ্ট্রেট গোলাম ফেরদৌস এ অভিযান পরিচালনা করেন। এসময় পাথরভুবি ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর ও ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল তার সাথে ছিল।


জানাগেছে, নজরুল ইসলাম নামের একব‍্যক্তি নিয়ম নীতির তোয়াক্কা না করে বেশ কিছুদিন যাবত ফুলকুমার নদ থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিলেন। এতে হুমকির মুখে পড়ে থানাঘাট বাজারের হাট সেড, ফুলকুমার সেতু, ফসলী জমি সহ বেশ কয়েকটি ভূমিহীন পরিবার। প্রশাসনের পক্ষ থেকে নজরুল ইসলামকে একাধিকবার বালু উত্তোলন বন্ধ করতে বলা হয়। কিন্তু তিনি নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছিলেন।


বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়ে স্থানীয়রা গত বুধবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ নেয়া হয়।


উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম‍্যাজিষ্ট্রেট গোলাম ফেরদৌস বলেন, ড্রেজার মেশিনের মালিককে পাওয়া যায়নি। বালু উত্তোলনে ব্যবহৃত দু'টি মেশিন ধ্বংস করা হয়েছে। অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের খবর পাওয়া মাত্রই তা বন্ধের ব্যবস্থা গ্রহণ করা হবে।