প্রকাশ: ১ মে ২০২০, ৩:৪
করোনাভাইরাসের কারণে আর্থিক ক্ষতি মোকাবিলায় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে এক হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সোনালী ব্যাংক লিমিটেড।
শুক্রবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, চলতি মূলধন হিসেবে (ওয়ার্কিং ক্যাপিটাল) এ ঋণ মঞ্জুর করা হয়েছে।