দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর রাজস্ব আয়ে রেকর্ড সৃষ্টি করেছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৪ঠা জুলাই ২০২১ ০৩:২০ অপরাহ্ন
দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর রাজস্ব আয়ে রেকর্ড সৃষ্টি করেছে

বাংলাদেশের অন্যতম সমুদ্র বন্দর খুলনা বিভাগের মংলা সমুদ্র বন্দর । এবার রাজস্ব আয়ে রেকর্ড সৃষ্টি করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা। ২০২০ অর্থ বছরে মোংলা বন্দরের মোট রাজস্ব আয় হয়েছে ৩৪০ কোটি ২৩ লাখ ১২ হাজার টাকা।গত অর্থবছরের তুলনায় ২০ কোটি ৪ লাখ ৫ হাজার বেশি।


রবিবার (৪ জুলাই) সকাল ১০ টায় বন্দরের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, ওএসপি,এনপিপি,আরসিডিএস,এফডব্লিউসি,পিএসসি,বিএন।এসময় বন্দরের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ,পদস্থ কর্মকর্তাবৃন্দ ও খুলনা,বাগেরহাট এবং মোংলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।