প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯, ৩:১৪
স্কাউটিংয়ে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ জাতীয় রাজ্বস বোডের কর কমিশনার এম এম ফজলুল হক আরিফকে বাংলাদেশ স্কাউটসের সর্ব্বোচ জাতীয় অ্যাওয়াড- রৌপ ব্যাঘ্র (সিলভার টাইগার) প্রদান করেন রাষ্ট্রপতি ও বাংলাদেশের চীফ স্কাউট আবদুল হামিদ। আজ বিকেলে শিল্পকরা একাডেমিতে বাংলাদেশ স্কাউটস কাউন্সিলের ৪৮তম বার্ষিক সাধারণ সভায় আরিফকে এ পদক প্রদান করা হয়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব