নির্বাচন ব্যবস্থা সংস্কারে কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হলে বিএনপি তা মেনে নেবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রোববার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, মে-জুনের মধ্যে নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত হবে বলে আশ্বাস দিয়েছে।
এর আগে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, তারা নিরপেক্ষ থাকতে চান এবং কোনো দলের পক্ষে বা বিপক্ষে অবস্থান নিতে চান না। তিনি অভিযোগ করেন, দেশের প্রতিটি প্রতিষ্ঠান রাজনীতির প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিইসি আরও বলেন, অতীতের নির্বাচন কমিশনগুলো রাজনৈতিক প্রভাবের কারণে বিতর্কিত হয়েছে। নির্বাচন কমিশনকে রাজনীতির বাইরে রাখতে না পারলে একই সমস্যার পুনরাবৃত্তি ঘটবে। রাজনীতিবিদদের প্রভাবমুক্ত একটি নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠার ওপর তিনি গুরুত্ব দেন।
বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে। প্রতিনিধি দলে ছিলেন সালাহউদ্দিন আহমদ ও সেলিমা রহমান। বৈঠকে নির্বাচন কমিশনের বর্তমান প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকের পর নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদসহ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। মে-জুনের মধ্যে তারা পুরোপুরি প্রস্তুত হবে বলে জানিয়েছে। তবে সরকার পদত্যাগ না করলে সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা নেই। ফলে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন আয়োজনের প্রয়োজন পড়বে।
বিএনপি নির্বাচন কমিশনকে কোনো প্রস্তাব দিয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, তারা কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেননি, কারণ নির্বাচনের তারিখ নির্ধারণের দায়িত্ব সরকারের। এ বিষয়ে তাদের আলোচনা চলবে এবং সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিষয়টি উত্থাপন করা হবে।
নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিএনপি সন্তুষ্ট কি না, জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন কমিশন আইন অনুযায়ী কাজ করছে এবং তারা প্রক্রিয়ার ওপর নজর রাখছে। সংস্কার কমিশনের কোনো সুপারিশ সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বিএনপি তার বিরুদ্ধে অবস্থান নেবে বলেও জানান তিনি।
নতুন নির্বাচন কমিশনের সঙ্গে এটিই বিএনপির প্রথম বৈঠক। বৈঠকে সিইসিসহ অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন। বিএনপি নেতা জানান, কমিশন তাদের মতামত শুনেছে এবং স্বচ্ছ নির্বাচন নিশ্চিতের লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।