ডাল, তেলের দাম বাড়িয়ে বুধবার থেকে পণ্য বিক্রি করবে টিসিবি

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: মঙ্গলবার ২রা নভেম্বর ২০২১ ১০:৪৫ অপরাহ্ন
ডাল, তেলের দাম বাড়িয়ে বুধবার থেকে পণ্য বিক্রি করবে টিসিবি

দুই দিন বন্ধ থাকার পর মশুর ডাল ও সয়াবিন তেলের দাম বাড়িয়ে আবার ট্রাকে করে পণ্য বিক্রিতে নামছে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা টিসিবি।


মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, বুধবার থেকে একমাস ঢাকাসহ সারা দেশে সাড়ে চারশ ট্রাকে চিনি, মশুর ডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ বিক্রি হবে। সপ্তাহিক ছুটির দিন ছাড়া আগামী ২৮ নভেম্বর পর্যন্ত এই বিপণন চলবে।


মশুর ডালের দাম কেজিতে ৫ টাকা বাড়িয়ে ৬০ টাকা ও সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা বাড়িয়ে ১১০ টাকায় বিক্রি হবে। এছাড়া চিনি ৫৫ টাকা কেজি ও পেঁয়াজ ৩০ টাকা কেজি দরে বিক্রি হবে।


একজন ভোক্তা টিসিবির ট্রাক থেকে সর্বোচ্চ ২ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি বা ৫ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।


দাম বাড়ানোর বিষয়ে টিসিবির জনসংযোগ কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, “টিসিবির পণ্যমূল্যের তুলনায় বাজারে নিত্যপণ্যের দাম অনেক বেশি। অনেক সময় শোনা যাচ্ছে, কিছু লোকজন টিসিবির ট্রাক থেকে পণ্য কিনে আবার বাজারে বিক্রি করে দিচ্ছে। এই অনিয়ম ঠেকাতে দাম কিছুটা বাড়ানো হয়েছে। কারণ, বাজারের সঙ্গে দামের এতটা হেরফের হলে এমনটি হয়।”