ম্যাটস শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের লাঠিচার্জ, আহত ১৮

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: রবিবার ৯ই ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৪৯ অপরাহ্ন
ম্যাটস শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের লাঠিচার্জ, আহত ১৮

চার দফা দাবিতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করলে পুলিশের লাঠিচার্জের মুখে পড়েন। এতে সাংবাদিকসহ ১৮ জন আহত হয়েছেন।


রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।



বিকেল ৪টা ১৫ মিনিটে শাহবাগ মোড় থেকে ম্যাটস শিক্ষার্থীরা লং মার্চ শুরু করেন। এ সময় পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে বেশ কয়েকজন আহত হন।



ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, "সচিবালয়ের সামনে থেকে আহত অবস্থায় ১৮ জনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।"


আহতরা হলেন, নওগাঁ ম্যাটস: মেহরাব (২০), প্রাইম ম্যাটস: এরশাদুল হক (৩০), শ্যামলী ম্যাটস: জাহিদুল হাসান (২৬), সোহাগ (২২), আমানুল্লাহ (২০), ট্রমা ম্যাটস: সায়মা (২১), সুমাইয়া খাতুন (২০), তাহমিনা আক্তার তমা (২০), বরিশাল জমজম ম্যাটস: মোহাম্মদ রাসেল (২৩), গাজীপুর ম্যাটস: শিহাব (২০), কুষ্টিয়া ম্যাটস: আরাফাত (২১), জাহিদ হাসান (২১), টাঙ্গাইল সোহরাব উদ্দিন ম্যাটস: নাঈম (২৫), বাগেরহাট ম্যাটস: সায়েম (২০), সাংবাদিক: আনোয়ারুল ইসলাম শিমুল (২৮)।



ম্যাটস শিক্ষার্থীদের দাবি, তাদের দীর্ঘদিনের বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দিলেও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না স্বাস্থ্য মন্ত্রণালয়।


শিক্ষার্থী শরিফুল ইসলাম বলেন, "আমাদের শাহবাগে বসিয়ে রেখে মন্ত্রণালয়ে বৈঠক করলে হবে না। আমাদের নিয়ে বৈঠক করতে হবে। স্বাস্থ্য উপদেষ্টা দাবি মানার ঘোষণা দিলেই আমরা ঘরে ফিরে যাব।"


শিক্ষার্থীরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠককে 'আশ্বাসের মুলা' বলে উড়িয়ে দিয়ে সুরাহা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।