কালিয়াকৈরে আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৬শে ডিসেম্বর ২০১৯ ০৮:৫৪ অপরাহ্ন
কালিয়াকৈরে আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈরে আনসারুল্লাহ বাংলা টিমের ২ সন্ত্রাসী সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব উত্তরা- ১। উপজেলার চান্দরা ত্রিমোড় এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে ওই সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সদস্যরা হলো সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা উত্তর পাড়া এলাকার গাজী মোহাম্মদ মিজানুর রহমানের ছেলে মারুফ বিল্লাহ(২০),চরছোনগাছা এলাকার আবুল কাশেমের ছেলে মোতালেব হোসেন(২৫)।

র‌্যাব উত্তরা ১ সূত্র জানায়,গাজীপুরের কালিয়াকৈর চান্দরা ত্রিমোড় এলাকায় খিস্টানদের বড় দিন এবং আগামি বর্ষ বিদায় উপলক্ষে দেশের ভিবিন্ন স্থানে সন্ত্রাস,নাশকতা,বাংলাদেশের অখন্ডতা,সহিংস,জননিরাপত্তা এবং সার্বভৌমত্ত বিপন্ন করার জন্য,জনসাধারনের ভিতরে আতাংক সৃষ্টির করার জন্য চান্দরা এলাকায় প্রস্তুতি নিচ্ছে।এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় র‌্যাব উত্তরা -১ অভিযান চালিয়ে আনসারুল্লা বাংলা টিমের ২ সদস্যদের নিকট থেকে ২টি উগ্রবাদি বই ও ১টি ট্যাব উদ্ধার করা হয়।

এঘটনায় র‌্যাব ১ স্পেশালাইজড গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্প কোম্মানি কমন্ডার আব্দুলাহ আল মামুন বলেন,আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের জঙ্গি তথ্য উপাত্ত ও বিভিন্ন অভিযানে প্রাপ্ত আলামত বিশ্লেষন এবং সাইবার পেট্রোলিং এর মাধ্যমে র‌্যাব ছায়া তদন্তে  গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে চান্দরা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব