আশাশুনিতে মুচলেকা দিয়ে মুক্তি পাওয়া রিক্তা ও তরুনের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি উপজেলা প্রতিনিধি, সাতক্ষিরা
প্রকাশিত: শুক্রবার ২১শে মার্চ ২০২৫ ০৭:৫৮ অপরাহ্ন
আশাশুনিতে মুচলেকা দিয়ে মুক্তি পাওয়া রিক্তা ও তরুনের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

আশাশুনি থানা থেকে মুচলেকা দিয়ে মুক্তি পাওয়া রিক্তা ও তরুন দাসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ফকরাবাদ সরকারি প্রাইমারী স্কুলের সামনে বড়দল টু আশাশুনি সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


বড়দল ইউনিয়নবাসীর আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন আঙ্গুর, বড়দল ইউনিয়ন যুব দলের আহবায়ক শরিফুল ইসলাম, যুগ্ম আহবায়ক আহসান হাবীব, সদস্য তারেক আজিজ, স্থানীয় বাসিন্দা জালাল গাজী প্রমুখ। বক্তাগণ বলেন, বিগত আওয়ামীলীগের সময় হিন্দু সম্প্রদায়কে জিম্মি করে অর্থ আদায়কারী, নারী লোভী ও একাধিক বিয়ের হোতা তরুন দাস ও পরকীয়া প্রেমিকা রিক্তা দীর্ঘদিন অসামাজিক কর্মকান্ড চালিয়ে আসছিল। তার কর্মকান্ডে এলাকার মানুষ খুবই চিন্তিত। তাদের অপকর্মে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। 


গত ১৭ মার্চ এলাকার বহু মানুষ জানতে পেরে সেখানে উপস্থিত হয়, জন প্রতিনিধি, রাজনীতিবীদ, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ তাদেরকে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে সত্যতা অনুধাবন করে থানায় নিয়ে যায়। এদিন তারা মুচলেকা দিয়ে ছাড়া পাওয়ার পর নানা ষড়যন্ত্র শুরু করেছে। 


বড়দল ইউনিয়ন যুবদল আহবায়ক শরিফুল ইসলাম শরীফ ও ইউপি সদস্য ফারুক হোসেনসহ অনেককে মিথ্যা দোষারোপ করে কল্পিত চাঁদা দাবীসহ নানা অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন এবং সেনা বাহিনী ও পুলিশের কাছে অভিযোগ করেছে। তাদের মিথ্যা অভিযোগ ও কুচক্রী মহলের ষড়যন্ত্রের প্রতিবাদে আজকে এলাকাবাসী পথে নামতে বাধ্য হয়েছে। 


বক্তাগণ অবিলম্বে তাদের ষড়যন্ত্র ও মিথ্যা অভিযোগের তদন্ত পূর্বক ব্যবস্থা নিতে জোর দাবী জানান হয়। মানববন্ধন শেষে এলাকাবাসী তরুন ও রিক্তাকে গ্রেফতারের জোর দাবী জানিয়ে শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত করে তোলেন।