নোয়াখালীতে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক
গিয়াস উদ্দিন রনি- জেলা প্রতিনিধি , নোয়াখালী
প্রকাশিত: সোমবার ১০ই ফেব্রুয়ারি ২০২৫ ০৩:২৩ অপরাহ্ন
নোয়াখালীতে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের অবরোধ

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রশীদ তারেকের অপসারণের দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে পৌনে ১টা পর্যন্ত চৌমুহনী-ফেনী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করে। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।  


বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে স্লোগান দেয় এবং তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। শিক্ষার্থীদের অভিযোগ, মাহবুবুর রশীদ তারেক বিদ্যালয়ে যোগদানের পর থেকেই বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। তিনি স্বেচ্ছাচারিতার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ তোলা হয়। এছাড়া তাকে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগেও অভিযুক্ত করা হয়েছে।  


শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন অনিয়মের প্রতিবাদ জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে বাধ্য হয়ে তারা সড়ক অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন এবং শিক্ষার্থীদের দাবি বিবেচনার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।  


অন্যদিকে, প্রধান শিক্ষক মাহবুবুর রশীদ তারেক অভিযোগ অস্বীকার করে জানান, এটি শিক্ষার্থীদের আন্দোলন নয়, বরং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন, বিদ্যালয়ের সভাপতি পদ নিয়ে দ্বন্দ্বের কারণে প্রতিপক্ষ বহিরাগতদের নিয়ে তার বিরুদ্ধে আন্দোলন করেছে এবং অফিসে হামলা চালিয়েছে।  


এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনা করে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।  


উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের কাছে এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। তবে প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং সমাধানের উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে।