শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে কূটনৈতিক চিঠি পাঠানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: সোমবার ২৩শে ডিসেম্বর ২০২৪ ০৩:১৫ অপরাহ্ন
শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে কূটনৈতিক চিঠি পাঠানো হয়েছে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।  


তৌহিদ হোসেন জানান, "আমরা ভারতকে জানিয়েছি যে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হচ্ছে বিচারিক প্রক্রিয়ার জন্য। কূটনৈতিক পত্রের মাধ্যমে বিষয়টি তাদের জানানো হয়েছে।"  


স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী একই দিন সকালে জানান, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বলেন, "আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি, এটি প্রক্রিয়াধীন।"  


পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন। ওই সময় শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারতকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।  


গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।  


বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ হয়নি। তবে বিষয়টি নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে।  


এ বিষয়ে বিস্তারিত জানার জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী তথ্যের।