কক্সবাজারের টেকনাফে একটি অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ, একই সঙ্গে উদ্ধার করা হয়েছে দুই রোহিঙ্গা মৎস্য ব্যবসায়ীকে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, অপহরণকারীরা গত সোমবার সকালে উখিয়া উপজেলার বালুখালি রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই ব্যবসায়ীকে অপহরণ করে। তারা টেকনাফে মাছ কিনতে এসেছিলেন, কিন্তু বাজারে মাছ না পেয়ে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর যাওয়ার পথে তাদের অটোরিকশা থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। পরে তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে পাহাড়ে আটকে রাখা হয়।
উদ্ধার হওয়া ভিকটিমরা হলেন, মোহাম্মদ শামশু (বালুখালি ৮ নম্বর ক্যাম্প) এবং আনিছুল আলম (বালুখালি ১১ নম্বর ক্যাম্প)। তারা জানিয়েছেন, অপহরণকারীরা তাদের আটকে রেখে টাকা ছিনিয়ে নেয় এবং পাহাড়ে নিয়ে যায়। স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ পরে তাদের উদ্ধার করতে সক্ষম হয়।
টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, ঘটনার সময় ঘটনাস্থলের কাছাকাছি থাকা এক ব্যক্তি কৌশলে তার মোবাইল ফোনে অপহরণের ভিডিও ধারণ করেন। ওই ভিডিও পুলিশকে জানানো হলে, পুলিশ দ্রুত অভিযান শুরু করে এবং উদ্ধারকাজে স্থানীয় জনগণকে সাথে নিয়ে সফল হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকার মোহাম্মদ সাইফুল, লেঙ্গুরবিল মাঠপাড়ার মরিয়ম বেগম (৫০) ও নাছিমা আক্তার (৩০)। তাদের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি এবং ছিনতাইসহ অন্যান্য অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। টেকনাফ থানার ওসি জানিয়েছেন, পুলিশের পাশাপাশি জনতাকে আরো সচেতন এবং ঐক্যবদ্ধভাবে অপহরণসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে পুলিশ আরো জানিয়েছে, আটককৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।