জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে- আমির খসরু মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
আসলাম উদ্দিন আহম্মেদ, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২১শে নভেম্বর ২০২৪ ১২:০৯ অপরাহ্ন
জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে- আমির খসরু মাহমুদ

বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি উন্নতির জন্য জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার প্রয়োজন। তিনি দাবি করেছেন, বিএনপি’র ৩১ দফা সংস্কার প্রস্তাব এককভাবে বিএনপির নয়, বরং ৫০টি রাজনৈতিক দলের সম্মতিতে এটি গৃহীত হয়েছে। এই প্রস্তাবগুলোর মাধ্যমে দেশে রাজনৈতিক সংস্কার প্রতিষ্ঠিত হবে, যা সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়ক ভূমিকা পালন করবে।



বুধবার কুড়িগ্রাম জেলার উলিপুরে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু বলেন, "বর্তমান সরকার সংস্কারের ব্যাপারে যে কথা বলছে, সেই সংস্কারগুলোতে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হবে। আমরা আন্দোলনরত ৫০টি দল একত্রিত হয়ে এই সংস্কার কার্যকর করতে সাহায্য করবো।" তিনি আরও জানান, বিএনপির নেতা তারেক রহমানের প্রস্তাবিত জাতীয় সরকার ৩১ দফা সংস্কারের বাস্তবায়ন করবে।


তিনি উল্লেখ করেন, "আমরা অর্ন্তবর্তীকালীন সরকারের অধীনে এই সংস্কারগুলো বাস্তবায়ন করবো, এবং অতিদ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যাবো।" বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করার ব্যাপারে তিনি বিএনপি ও এর সহযোগী দলগুলোর দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।


এদিন সকাল থেকে কুড়িগ্রামের উলিপুর শহীদ মিনার চত্বরে হাজার হাজার বিএনপি নেতাকর্মী মিছিল সহকারে সমাবেশে যোগ দেন। দীর্ঘদিন পর কেন্দ্রীয় নেতার আগমন উপলক্ষে দলের নেতা-কর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। সমাবেশে উলিপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র হায়দার আলী মিয়া সভাপতিত্ব করেন, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, বিএনপি’র ফরেন অ্যাফেয়ার্স কমিটির উপদেষ্টা তাসভীর উল ইসলাম, এবং উলিপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আবু-আলা চৌধুরী।

সমাবেশে বিএনপি নেতারা দাবি করেন, বর্তমান সরকারের একদলীয় শাসন থেকে মুক্তি পেতে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে রাজনৈতিক সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই।