জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ধান ক্ষেতে মিলল এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ। রোববার (১০ নভেম্বর) সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোলান এলাকার একটি ফসলি মাঠ থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত যুবকের নাম আরাফাত হোসেন (২৩)। তিনি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ইটা বাওনা গ্রামের মিনহাজুল ইসলামের ছেলে এবং ব্যাটারিচালিত ভ্যান চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষকরা মাঠে যাওয়ার সময় প্রথমে মরদেহটি দেখে এবং তাৎক্ষণিকভাবে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মরদেহের অবস্থান ছিল অস্বাভাবিক, তার হাত-পা বাঁধা ছিল এবং গলায় রশির ফাঁস ছিল।
স্থানীয় ইউপি সদস্য গৌড় চন্দ্র প্রধান জানান, "গত রাতে আরাফাত তার পরিবারকে জানিয়েছিল, আখ নিতে যাবে এবং ফিরতে দেরি হবে। কিন্তু আজ সকালে মাঠে তার মরদেহ পাওয়া যায়। তার সঙ্গে ভ্যানটি ছিল না, যা থেকে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাই করার উদ্দেশ্যে তাকে হত্যা করা হতে পারে।"
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলী বলেন, "মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনাস্থল পরিদর্শন করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে, এবং বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।"
এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে, এবং নিহতের পরিবার হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়েছে। পুলিশ ঘটনার পেছনে সম্ভাব্য ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যার সংশ্লিষ্টতা যাচাই করছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।