টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিপুল বিয়ার-বিদেশী মদ জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার ২১শে জুলাই ২০২৩ ০৮:১৫ অপরাহ্ন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিপুল বিয়ার-বিদেশী মদ জব্দ

টেকনাফে অভিযান চালিয়ে ৩৮৮ ক্যান বিয়ার এবং ৭৬ বোতল বিদেশী মদ জব্দ করেছে কোস্টগার্ড। 


শুক্রবার (২১ জুলাই) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ থানাধীন নাফ নদী সংলগ্ন বরইতলী এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন নাফ নদী সংলগ্ন প্যারাবনের মধ্যে সন্দেহজনক কিছু ব্যক্তির আনাগোনা লক্ষ্য করা যায়। 


সন্দেহজনক ব্যক্তিদের কোস্ট গার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দেয়া হয়। এ সময় কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যাক্তিরা দ্রুত পার্শ্ববর্তী পাহাড়ে পালিয়ে যায়। 


পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা নাফ নদী সংলগ্ন প্যারাবনে তল্লাশি চালিয়ে ৩৮৮ ক্যান আন্দামান গোল্ড বিয়ার এবং ৭৬ বোতল বিদেশী মদ জব্দ করতে সক্ষম হয়।


তিনি আরও বলেন, জব্দকৃত বিয়ার এবং বিদেশী মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।