নওগাঁর বদলগাছীতে ১১০ লিটার চোলাই মদসহ এক মাদক ক্রবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫।
সোমবার (২ জানুয়ারি) বিকেলে র্যাব-৫ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ভোর ৫টার দিকে উপজেলার পাহাড়পুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারির নাম শ্রী মনোরঞ্জন সরদার (৪৫)। সে পাহাড়পুর গ্রামের মৃত নরেশ সরদারের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৫ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোস্তফা জামান এবং সিনিয়র সহকারি পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে ভোরে এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ১১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি শ্রী মনোরঞ্জন সরদারকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় চোলাই মদ অবৈধভাবে তৈরি করে জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের কাছে সরবরাহ করে আসছিলেন। গ্রেফতার আসামীর বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, র্যাবের পক্ষ থেকে গ্রেফতার আসামীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামীকে আদালতে সোপর্দ করা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।