প্রকাশ: ১০ মে ২০২৩, ২:৩৩
নওগাঁর বদলগাছীতে অভিযান চালিয়ে তিনজন ভূয়া র্যাব সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৫,জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। উপজেলার কেশাইল এলাকায় চাঁদাবাজীকালে তাদেরকে গ্রেফতার করা হয়। এঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বুধবার দুপুর দুইটায় বদলগাছী থানায় মামলা রুজুর পর আদালতে প্রেরণ করা হয়েছে।
বুধবার বিকেল তিনটায় র্যাব-৫,এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বুধবার ভোর পৌনে চারটায় বদলগাছী উপজেলার কেশাইল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই এলাকা থেকে জেলার মহাদেবপুর উপজেলার কালু শহর গ্রামের সামছুল আলমের ছেলে এলিট কবির (২৩), একই গ্রামের ময়েজ উদ্দীনের ছেলে সানোয়ার হোসেন (৩৪) এবং জেলার পতœীতলা উপজেলার ঘোষনগর দক্ষিন পাড়া গ্রামের সালেহ মাহমুদের ছেলে সুলতান মাহমুদ (৩১)কে গ্রেফতার করা হয়। র্যাব জানায়,গ্রেফতারকৃতরা কেশাইল এলাকায় চাঁদাবাজী করছিল। সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। কমান্ডার আরো জানান,চাঁদাবাজ চক্রের হোতা এলিট নিজেকে র্যাব সদস্য হিসেবে পরিচয় দিয়ে এবং হাতকড়া প্রদর্শন করে মামলার ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল। গ্রেফতারকালে তাদের নিকট থেকে ২৭হাজার ৫৫০টাকা ও একটি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন,র্যাবের অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বুধবার দুপুর দেড়টা নাগাদ উপজেলার কেশাইল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোত্তাকিন হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজুর পরই আদালতে প্রেরণ করা হয়েছে।