মানিকছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক
আরিফুল ইসলাম মহিন -খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার ৩রা এপ্রিল ২০২৩ ০৪:২২ অপরাহ্ন
মানিকছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি-লক্ষ্মীছড়ি সড়কের রাঙ্গাপানি এলাকায় সেনাবাহিনীর  তল্লাশিতে ২ এলজি ও ৫ রাউন্ড কার্তুজসহ    ইউপিডিএফ(মুল) দলের কর্মী এরেশে মারমা (৫৫)কে সেনাবাহিনী  আটক করেছে।


 

সোমবার (৩এপ্রিল ২০২৩ ইং) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুকছড়ি ৩ ফিল্ড রেজিঃ আর্টি  জোনের মানিকছড়ি আর্মি ক্যাম্পের  মানিকছড়ি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুল বারীর নেতৃত্বে যৌথবাহিনী মানিকছড়ি-লক্ষ্মছড়ি সড়কের রাঙ্গাপানি এলাকার সড়কে  একটি চেকপোস্ট বসায়। উক্ত সময়ে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে আসে মোটরসাইকেলটি থামিয়ে তল্লাশি করার সময় চালক পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল  ইউপিডিএফ এর সদস্য এরেশে মারমা (৫৫)কে আটক করা হয়।



আটককৃত  এরেশে মারমা (৫৫) মানিকছড়ি থানার কুমারী গ্রামের মৃত: লাব্রেচাই মারমার  ছেলে।জিজ্ঞাসাবাদে সে ইউপিডিএফ মূলদলের কর্মী বলে স্বীকার করেছে।



মানিকছড়ি সেনা ক্যাম্প সূএ জানান , ইউপিডিএফ(মুল) দলের সদস্য এরেশে মারমা (৫৫)কে   একটি  দেশীয় তৈরি লং এলজি

একটি দেশীয় তৈরি শর্ট এলজি এবং ৫টি কার্তুজ সহ আটক করে  মানিকছড়ি থানায় হস্তান্তর করা হয়।



মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো:আনচারুল করিম ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন,তার বিরুদ্ধে অস্ত্রআইনে মামলা রুজু করা হয়েছে।