মাকে হত্যা করে সন্ন্যাসী বেশ, হয়নি শেষ রক্ষা

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ২০শে জানুয়ারী ২০২৩ ০৭:০৭ অপরাহ্ন
মাকে হত্যা করে সন্ন্যাসী বেশ, হয়নি শেষ রক্ষা

হবিগঞ্জের মাধবপুরে মাকে হত্যার পর সন্ন্যাস বেশ ধারণ করে মাজার-মন্দিরে ঘুরেও শেষ রক্ষা হলো না দিপু সরকারের। আদালত মামলার বিচার কার্যক্রম শেষে তাকে যাবজ্জীবন সাজা ঘোষণা করেন। দীর্ঘ তিন বছর পর গত বৃহস্পতিবার রাতে উপজেলার ফতেহগাজী মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 


জানা গেছে, ২০০৪ সালের এপ্রিল মাসে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের রাজমোহন গোস্বামীর স্ত্রী রওশন বালা সরকার (৫১) কে মাথায় আঘাত করে বড় ছেলে দিপু সরকার। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোর্পদ করে। এ ঘটনায় রওশন বালার স্বামী বড় ছেলে দিপুকে একমাত্র আসামি মামলা দায়ের করেন। পরে জামিনে বেড়িয়ে আত্মগোপনে চলে যান দিপু। আদালত বিচার কার্যক্রম শেষে তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।


মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, মাকে হত্যা করে লালসালু পরিধান করে দেশের বিভিন্ন মাজার ঘুরে বেড়াতেন তিনি। তার অবস্থান নিশ্চিত হয়ে গতকাল রাতে ফতেহগাজীর (রঃ) মাজার থেকে গ্রেপ্তার করা হয়।