সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের প্রদান প্রজনন মৌসুমে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার অন্তরমোড় ও কলাবাগান এলাকা থেকে গতকাল বুধবার বিকালে ৫ জেলেকে আটক করেছে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ি।
এ সময় তাদের কাছ থেকে ২৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও মাছ ধরার ২টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, আলম শেখ (৪৫), পিয়ার আলী (২০), মো. ছলিম মন্ডল (২৪), শাহিন মন্ডল (৩০) রিপন শেখ (২৬)।
অভিযানে এসময় উপস্থিত ছিলেন, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর জেএম সিরাজুল কবির, এসআই মোশারফ হোসেন, এসআই শাহজাহজান আলী, এএসআই রফিকসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর জেএম সিরাজুল কবির জানান, বুধবার বিকালে পদ্না নদীতে মাছ শিকার করছিলো কয়েকজন জেলে। এমন খবর পেয়ে পদ্মায় এলাকায় অভিযান চালিয়ে উপজেলার অন্তরমোড় ও কলাবাগান এলাকা থেকে মাছ ধরা অবস্থায় ৫ জেলেকে ২৮ হাজার মিটার জাল ও ২টি নৌকাসহ আটক করে নিয়মিত মামলা দায়ের করা হয়। তিনি আরো জানান, ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে আগামি ২৮ অক্টোবর পর্যন্ত আইন লঙ্গনকারীদের বিরুদ্ধে চলমান এ অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।