প্রকাশ: ১ অক্টোবর ২০২২, ০:২৬
পটুয়াখালীর কলাপাড়ায় ফকিরের কাছে তদবির নিতে এসে এক নারী (২২) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (০১ অক্টোবর) সকালে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের চরপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শহিদুল ইসলাম (৫৫), মালেক হাওলাদার (৫০) ও আলমগীর হাওলাদার (৩৬)।
মামলা সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকে দাম্পত্য জীবনে স্বামীর সঙ্গে বিরোধ চলে আসছিল ওই নারীর। এর পর থেকেই তিনি তার বাবার বাড়ি ঢাকার নারায়ণগঞ্জে থাকতেন। পরে গত ২৩ অক্টোবর ওই নারী তার স্বামীকে কাছে পেতে নারায়ণগঞ্জ থেকে মিঠাগঞ্জের গ্রাম্য ফকির (কবিরাজ) শহিদুলের কাছে তদবির নিতে যান।
২৪ অক্টোবর সন্ধ্যায় শহিদুল ওই নারীকে কৌশলে প্রতিবেশী মালেকের খালি বাড়িতে নিয়ে যান। সেখানে ওই নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এসময় তাদের সহায়তা করে আরও তিন ব্যক্তি। পরে ওই নারীকে মেরে ফেলার হুমকি দেয়া হয়। ভয়ে ওই নারী কাউকে কিছু না বলে ঢাকায় ফেরত গিয়ে পরিবারের অন্য সদস্যদের সম্মতিক্রমে থানায় মামলা দায়ের করেন।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।