গোয়ালন্দ যৌনপল্লী থেকে ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২৯শে আগস্ট ২০২২ ০৫:৫৩ অপরাহ্ন
গোয়ালন্দ যৌনপল্লী থেকে ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার ৬

রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লীতে অভিযান চালিয়ে ৩৫ পিচ ইয়াবা ও ৩ গ্রামসহ ৬ মাদককারবারীকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।


থানা পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লীর মধ্যে সাদ্দামের বাড়ীর ভাড়াটিয়া মুক্তা এর রুমের ভিতর থেকে পৌরসভার কুমড়াকান্দি এলাকার মৃত জনাব আলীর ছেলে রেজাউল শেখ @ চাদাই @ শান্ত (৩৭) কে ৩৫ পিচ ইয়াবা ও ৩ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয় এবং একই সাথে মাদক সেবনকালে ও মাদক সেবন করার উপকরণসহ কুমড়াকান্দি এলাকার একাব্বর আলীর ছেলে আজাদ খান (৪১), ভাটিলক্ষীপুর এলাকার মৃত এলেম এর ছেলে হানিফ ফকির(৩৮), আইজুদ্দিন মাতুব্বর ডাঙ্গী এলাকার মৃত খলিল এর ছেলে শামীম শেখ @সূর্য (২৮), মাইনুদ্দিন মাতুব্বর ডাঙ্গী একালার খলিল শেখ এর ছেলে ছামির শেখ (২৯), ভাটিলক্ষীপুর এলাকার মৃত হামেদ এর ছেলে

শফি প্রামানিক (৫০) আটক করা হয়।


গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ফোর্স  অভিযান পরিচালনা করে দৌলতদিয়া যৌনপল্লী থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সংক্রান্তে গোয়ালন্দঘাট থানার মামলা নং-২৬, ২৮ আগস্ট খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০ (ক)/৩৬(১) এর ৮ (ক)/৩৬(৫) রুজু করা হয় এবং আটককৃতদের সোমবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।