রাজবাড়ীর পাংশা উপজেলায় পুলিশের পৃথক অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছে থাকা দুটি দেশীয় ওয়ান শুটারগান, চার রাউন্ড তাজা গুলি, এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গতকাল সোমবার (৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাংশা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এক হাজার পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ আসামী আরিফুল ইসলাম (৩৩) কে গ্রেফতার করা হয়। সে পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের মৃত আজাহার আলী শেখ এর ছেলে।
অন্যদিকে উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের আফতাব মন্ডলের ছেলে আশরাফুল মন্ডল (৩৫) কে দুটি দেশীয় ওয়ান শুটারগান ও চার রাউন্ড গুলিসহ একই গ্রামের নজরুলের মেহগনি বাগান থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, চরমপন্থী বাহিনীর প্রধান ওহাব এর সেকেন্ড ইন কমান্ড আশরাফুল মন্ডল (আশা) কে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে। আশরাফুল মন্ডলের নামে পাংশা থানায় পূর্বের সাতটি বিভিন্ন মামলা রয়েছে এবং চিহ্নিত মাদককারবারী আরিফুল ইসলামকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।