শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: শুক্রবার ১০ই জুন ২০২২ ০৭:৪৪ অপরাহ্ন
শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

দেবীদ্বারে ৯ বছরের এক শিশুকে বলৎকারের অভিযোগে হাফেজিয়া মাদ্রাসার এক শিক্ষককে আটক করেছে পুলিশ। 


ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত অনুমান একটায় দেবীদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের নারায়নপুর গ্রামের ‘নারায়নপুর মধ্যপাড়া মার্কাজুল নূর হাফেজিয়া মাদ্রাসা’য়। 


বলৎকারের অভিযোগে আটক ‘নারায়নপুর মধ্যপাড়া মার্কাজুল হাফেজিয়া কওমি মাদ্রাসার’ শিক্ষক হাফেজ মাওলানা মোঃ আল আমিন(২০) সুনামগঞ্জ’র বিশম্ভরপুর উপজেলার উত্তর মাজাইর (সাজু মাস্টারের বাড়ি) গ্রামের মোঃ মিনু মিয়ার পুত্র। 


ওয়াহেদপুর গ্রামের মোঃ খলিলুর রহমান জানান, প্রায় দেড়বছর পূর্বে নারায়নপুর গ্রামের সুমন মিয়া নামে এক ব্যাংক কর্মকর্তা ‘নারায়নপুর মধ্যপাড়া মার্কাজুল নূর হাফেজিয়া মাদ্রাসা’টি প্রতিষ্ঠা করেন। বর্তমানে ওই মাদ্রাসায় ৩ শিক্ষকের তত্বাবধানে ১৫০/১৬০ জন শিক্ষার্থী রয়েছে।  


উক্ত মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোঃ আল আমিন(২০)এর বিরুদ্ধে এর আগেও নারায়নপুর ও কানিবিল গ্রামের দুই শিক্ষার্থী বলাৎকারের অভিযোগ করেছিল। কিন্তু অজ্ঞাত কারনে ওই ঘটনাগুলো ধামাচাপা পড়ে যায়। 


তিনি আরো জানান, সে দির্ঘদিন যাবৎ শিশু শিক্ষার্থীদের সাথে অনৈতিক কর্মকান্ড করে আসলেও ভয় আর লজ্জায় কেউ মুখ খুলেনি। বৃহস্পতিবার দিবাগত রাতে আল আমিন একে একে ৩ শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টা করে। অবশেষে তৃতীয় শিক্ষার্থীকে জোরপূর্বক বলৎকারে সফল হলেও ঘটনাটি প্রকাশ হয়ে যায়। স্থানীয়রা ওই সংবাদে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।


দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান, আমরা সংবাদ পেয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করেছি। মামলা প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।