টেকনাফে ৪২০০০ ইয়াবাসহ দুই পাচারকারি আটক

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির, উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: রবিবার ১লা মে ২০২২ ০৬:২৭ অপরাহ্ন
টেকনাফে  ৪২০০০ ইয়াবাসহ দুই পাচারকারি আটক

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪২ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে। ধৃতরা হচ্ছে- আব্দুর রাজ্জাক (২১) এবং মোঃ ইলিয়াছ (১৭)।


১ মে দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লাবিব উসামা আহামদুল্লাহ্ জানান, গোপন সংবাদের ভিত্তিতে, শনিবার আনুমানিক রাত ১০ টায় বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ তৈমুর পাশা এর নেতৃত্বে টেকনাফ বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় টেকনাফ বাজার সিএনজি স্টেশনের সামনে একটি সাদা রঙের বস্তা হাতে থাকা দুই জন ব্যাক্তির গতিবিধি সন্দেহ জনক মনে হলে কোস্টগার্ড সদস্যগণ তাদের থামার সংকেত দেয়। 


এ সময় ব্যাক্তিদ্বয় না থেমে পালিয়ে যাওয়ার চেষ্ঠা করলে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে আব্দুর রাজ্জাক (২১) এবং মোঃ ইলিয়াছ (১৭) কে আটক করতে সক্ষম হয়।


পরে তাদের হাতে থাকা বস্তা তল্লাশি করে ৪২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এবং আটকৃত ব্যাক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।