কক্সবাজারের উখিয়ায় ৭০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
বুধবার (১১ মে) রাতে ইউনিয়নের পশ্চিম ডিগলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম সৈয়দ আকবর (৫৫)। তিনি ওই এলাকার শামসুল আলমের ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. বিল্লাল উদ্দিন জানান, গোপন সূত্রে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার খবর পেয়ে র্যাবের একটি দল অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সৈয়দ আকবরকে আটক করা হয়। তবে এসময় পালিয়ে যায় আরও তিন সহযোগী।
মো. বিল্লাল উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আকবর জানিয়েছে, দীর্ঘদিন ধরে পলাতক তিন জনের সহযোগিতায় টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক বহন করে দেশের বিভিন্ন জায়গায় সে পাচার করে আসছে। আটক ব্যক্তি ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের জন্য উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। পলাতকদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।