সিরিয়াল কিলিংয়ের শিকার একই পরিবারের ৭ জন

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৭ই মার্চ ২০২২ ০৬:৩৪ অপরাহ্ন
সিরিয়াল কিলিংয়ের শিকার একই পরিবারের ৭ জন

জীবনের কিছু ঘটনা সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। বাস্তব জীবনের আকাশও হয়ে ওঠে মর্মস্পর্শী। তেমনই এক চরিত্র খুলনার হাতেম আলী। বিভিন্ন সময়ে হত্যা করা হয়েছে তার পরিবারের সাতজনকে। কিন্তু কেন বারবার সন্ত্রাসীদের টার্গেট হাতেম আলীর পরিবার?


সন্ত্রাসী হামলায় মৃত্যুবরণ করাই যেন নিয়তি খুলনার বয়রা এলাকার হাতেম আলী শেখ পরিবারের সদস্যদের। ১৯৭১ ও ৭৩ সালে হত্যার শিকার হন হাতেম আলীর আপন দুই ভাই রুস্তম আলী ও ইসমাইল শেখ। ৮৫ সালে খুন হন হাতেম আলীর ছেলে শেখ জাহাঙ্গীর। এরপর ৯৮, ৯৯ ও ২০০১ সালে সন্ত্রাসী হামলায় হাতেম আলীসহ নিহত হন তার আরও চার ছেলে। সবশেষ গত জানুয়ারিতে সন্ত্রাসী হামলার শিকার হন এই পরিবারের আরেক সদস্য। তবে সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান তিনি। 


একের পর এক খুনের শিকার হওয়ায় স্বজন হারার শোক আর আতঙ্ক ঘিরে ধরেছে পরিবারটিকে। কিন্তু কেন বার বার টার্গেটে তারা।


১৯৭১ থেকে ১৯৮৫ সালের এর মধ্যে পরিবারের তিন সদস্য খুন হওয়ার পর প্রথম মামলা করা হয়। আসামি করা হয় এলাকার প্রভাবশালী কামরুল আলম মিন্টু খালাসি ও তার ভাইসহ কয়েকজনকে।


যদিও কামরুল আলম মিন্টু খালাসির দাবি, পরিবারটির সাথে তাদের কোন শত্রুতা নেই।


৫টি হত্যা মামলার ৩টির বিচার হলেও ২টি মামলার আসামি খালাস পেয়েছে। বাকী দুটি হত্যার মামলা করেনি পরিবার। তবে ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তা জন্য কখনো সাহায্য চায়নি বলে জানিয়েছেন পুলিশ।


স্থানীয়রা জানান, নগরীর একাধিক প্রভাবশালী পরিবার ও সন্ত্রাসী গ্রুপের সঙ্গে হাতেম আলীর পরিবারের বিরোধ দীর্ঘদিনের।