ধামইরহাট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক, পতাকা বৈঠকে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২৭শে ফেব্রুয়ারি ২০২২ ০৬:৩১ অপরাহ্ন
ধামইরহাট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক, পতাকা বৈঠকে হস্তান্তর

নওগাঁর ধামইরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্য দিলিপ কুমার (৪০) কে অস্ত্রসহ আটক করেছে গ্রামবাসী। পরে তাকে বিজিবির নিকট সোপর্দ করা হয়। এসময় তার কাছ থেকে একটি অস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে হস্তান্তর করা হয়েছে। 


এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে 

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর সোনাপাড়া ক্যাম্পের সদস্য দিলিপ কুমার সরকারি পোষাক পরিহিত অবস্থায় মাদকদ্রব্য পান করে মাতাল অবস্থায় সীমান্ত মেইন পিলার ২৭০ এর সাব পিলার ৪ এর নিকট দিয়ে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করে। মাতাল বিএসএফ সদস্য এ সময় অযথা চিৎকার-চেঁচামেরি করায় গ্রামবাসী তাকে আটক করে কালুপাড়া বিওপির ক্যাম্পে খবর দেয়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ওই বিএসএফ সদস্যকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। 


বিষয়টি নিশ্চিত করে ১৪ বিজিবি পতœীতলার ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন পিএসসি,জি বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্য দিলিপ কুমার মদ্যপ অবস্থায় বাংলাদেশের সীমানায় প্রবেশ করে। তাকে স্থানীয় গ্রামবাসী আটক করে। খবর পেয়ে বিজিবি বিএসএফ সদস্যকে তাদের হেফাজতে নেয়া হয়। 


এ সময় আটক বিএসএফ সদস্যের কাছ থেকে একটি অস্ত্র,হ্যান্ড গ্রেনেড ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে রোববার দুপুরে কালুপাড়া সীমান্ত মেইন পিলার ২৭০ এর সাব পিলার ৪ এর নিকট পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যকে হস্তান্তর করা হয়। এতে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১৩৭ পতিরাম ব্যাটালিয়নের কমান্ড্যান্ট কর্ণেল গুজরাজ যাদব এবং বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ১৪ বিজিবি পতœীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন পিএসসি,জি।