প্রকাশ: ৫ মে ২০২২, ০:২২
র্যাব-৮’র অভিযানে ফরিদপুরে ফেন্সিডিলসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মধুখালী থানাধীন কামারখালী টোলপ্লাজা এলাকা থেকে তাকে আটক করে র্যাব-৮ সিপিসি-২ এর একটি টিম। র্যাব-৮ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, সিপিসি-এর ডিএডি মোঃ আবুল বাশারের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কামারখালী টোল প্লাজা এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল মাতুব্বর (৩৮) কে আটক করেন তারা। পরে তার কাছ থেকে ২৮২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত জুয়েল সালথা থানার কাকদী গ্রামের মোঃ ইকরাম মাতুব্বরের ছেলে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে আটককৃতকে আসামী করে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।