প্রকাশ: ১২ এপ্রিল ২০২২, ১:১৫
র্যাব-৮’র অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন মিটাইন গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত লুৎফর মিয়া (৩৫) মাগুরা জেলার শ্রীপুর থানার নোহাটা গ্রামের মোঃ মোসলেম মিয়ার পুত্র। র্যাব-৮ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, ফরিদপুর জেলার মধুখালী থানা এলাকায় র্যাব-৮ সিপিসি-২ এর ডিএডি বিএম ইউসুফ আলীর নেতৃত্বে একটি টিম টহল ডিউটিকালীন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় মিটাইন গ্রাম এলাকা থেকে মাদক কারবারী লুৎফর মিয়া (৩৫) কে আটক করে। পরে তার কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব। এ সময় মাদক বিক্রি কাজে ব্যবহৃত একটি মোবাইল জব্দ করা হয়।
এ ঘটনায় আটককৃতকে আসামী করে র্যাব বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।