সুনামগঞ্জের দোয়ারাবাজারে সংখ্যালঘু দারিদ্র্য পরিবারের এক গৃহবধূকে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেছে প্রভাবশালী পরিবারের চার বখাটে। ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে ওই গৃহবধূকে লাটি দিয়ে বেধড়ক মারধর করেছে ওই যুবকরা।
গত বুধবার (৪ মার্চ) দুপুরে ঘটনাটি ঘটেছে দোয়ারাবাজার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামে।
এই ঘটনায় বুধবার রাতে একই গ্রামের জুবায়ের আহমদ (১৯), ছালিম উদ্দিন (২৫), হাবিব উল্লাহসহ (১৮) চার যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত গৃহবধূর স্বামী। তবে ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে নৈনগাঁও গ্রামের নিরীহ পরিবারের ওই গৃহবধূকে বাড়িতে একা পেয়ে একই গ্রামের জুবায়ের আহমদ, আব্দুল ছালিম উদ্দিন, হাবিব উল্লাহসহ চার যুবক ধর্ষণের চেষ্টা করে। গৃহবধূ বাধা দিলে তাকে লাটি দিয়ে বেধড়ক মারধর করে যুবকেরা। লাটির আঘাতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। গৃহবধূর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটেরা তাদের মারধরের হুমকি দিয়ে চলে যায়। পরে পরিবারের লোকজন আহত গৃহবধূকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। সিলেটে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার দুপুরে পরিবারের লোকজন সেখানে নিয়ে গেছেন।
আহত গৃহবধূর স্বামী বলেন, আমি দোয়ারাবাজারে একটি হোটেলে চাকরি করি। ভোর বেলা বাড়ি থেকে দোয়ারাবাজারে যাই। ঘটনার সময় আমার মা বাড়ির উত্তর পাশের মাঠে গরুকে পানি খাওয়ানোর জন্য গিয়েছিলেন। এ সময় ঘরে একা পেয়ে আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে মারধর করে পালিয়ে গেছেন।
দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন ডা. সিফাত আরা শারমিন বলেন, নৈনগাঁও গ্রামের ওই গৃহবধূর মাথায় ও বাম কাঁধে জোরে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তার মাথায় চারটি সেলাই দিতে হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাকে সিলেটে স্থানান্তর করা হয়েছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর বলেন, এই ঘটনায় গৃহবধূর স্বামী বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।