বরগুনার পাথরঘাটায় মোঃ রুবেল হোসেন (২৫) নামক এক খুচরা ব্যবসায়ীকে গাজা ও ইয়াবাসহ আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ। আটক রুবেল হোসেন পাথরঘাটা পৌরসভার ৬ নং ওয়ার্ড তালতলা বাস স্ট্যান্ড এলাকার বাসিন্দা মোঃ সরোয়ারের ছেলে বলে জানা গেছে। আটক মোঃ রুবেল হোসেন পাথরঘাটা থানা পুলিশকে বলেন "মুই গাজা খাই কিন্তু নেশা করিনা।"
গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে পাথরঘাটা পৌরসভার ৬ নং ওয়ার্ড তালতলা বাস স্ট্যান্ড এলাকায় মোঃ আব্দুর রহিমের ভাড়াটিয়া বাসা থেকে ১০ গ্রাম গাজা ও ১০ পিস ইয়াবাসহ আটক করা হয় তাকে ।
পাথরঘাটা থানার এসআই মোঃ আবু জাফর জানান, আমরা মঙ্গলবার দুপুর একটার দিকে ওয়ারেন্ট আসামী ধরার জন্য থানা থেকে বের হই এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পাথরঘাটা পৌরসভার ৬নং ওয়ার্ড তালতলা বাস স্ট্যান্ডের কাছে আব্দুর রহিম হাওলাদার ভাড়াটিয়া বাসা বাড়িতে মাদক কারবারি অবস্থানরত আছেন ।
ঘটনাস্থান থেকে রুবেলকে ১০ গ্রাম গাজা ও ১০ পিস ইয়াবাসহ আটক করি। পরবর্তীতে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা করি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।