নগরকান্দায় মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আবু সাঈদ খন্দকার, জেলা প্রতিনিধি
প্রকাশিত: রবিবার ৬ই ফেব্রুয়ারি ২০২২ ০৬:৩০ অপরাহ্ন
নগরকান্দায় মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেফতার

ফরিদপুরের নগরকান্দায় মানব পাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ছোট নাওডুবি গ্রামের হান্নান মাতুব্বর ও তার ছেলে তুহিন মাতুব্বর।



পুলিশ জানায়, মানব পাচার চক্রটি বিভিন্ন সময় অবৈধভাবে বিদেশে লোক পাচার করে আসছিল। সবশেষ উপজেলার কাইচাইল ইউনিয়নের বাবুর কাইচাইল গ্রামের ফারুক মাতুব্বরের ছেলে মঈন মাতুব্বর ওরফে ফয়সাল (১৮), ইউনুস শেখের ছেলে সামিউল শেখ (১৯) ও মাজেদ মিয়ার ছেলে নাজমুল মিয়াকে (২২) ইতালিতে পৌঁছে দেবে বলে লোভ দেখায়। এই ফাঁদে পা দেন অভিভাবকসহ ওই তিন তরুণ। তিনজনকে ইতালি পৌঁছে দিতে ৩০ লাখ টাকা চুক্তি হয়। চুক্তি মোতাবেক ২৪ লাখ টাকা পরিশোধ করা হয়। বাকি ৬ লাখ টাকা পৌঁছানোর পর পরিশোধ করার কথা।


গত ১৭ ডিসেম্বর ঢাকা থেকে বিমানে ফয়সাল, নাজমুল ও সামিউলকে নিয়ে যায় লিবিয়ার একটি শহরে। তারপর দ্রুত ইতালি নিয়ে যাওয়া হবে বলে জানায় দালালেরা। এ জন্য বাকি ছয় লাখ টাকা রেডি রাখতে বলে। সবশেষ ২৭ জানুয়ারি রাত ১০টার দিকে ফয়সালের সঙ্গে কথা হয় তার বাবার। এরপর থেকে আর কোনো খোঁজখবর পাওয়া যায়নি তাদের। এ বিষয়ে ফয়সালের বাবা ফারুক মাতুব্বর বাদী হয়ে নগরকান্দা থানায় ১০ জনকে আসামি করে মামলা করেন।


নগরকান্দা থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন জানান, অভিযান চালিয়ে তুহিন মাতুব্বরকে ভাঙ্গা উপজেলা এলাকা ও হান্নান মাতুব্বরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।