নেত্রকোনায় বিপুল পরিমান ভারতীয় শাড়ী জব্দ বিজিবি'র

নিজস্ব প্রতিবেদক
এ কে এম আব্দুল্লাহ, জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: মঙ্গলবার ২৫শে জানুয়ারী ২০২২ ০৯:১৫ অপরাহ্ন
নেত্রকোনায় বিপুল পরিমান ভারতীয় শাড়ী জব্দ বিজিবি'র

বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) দুর্গাপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী বারমারী এলাকায় অভিযান চালিয়ে ১৫ লক্ষ ৯৬ হাজার ৫ শত টাকা মূল্যের চোরাচালানকৃত বিপুল পরিমান ভারতীয় শাড়ী জব্দ করেছে। 


    নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া মঙ্গলবার সন্ধ্যা রাত ৮টার দিকে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে দুর্গাপুর উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের বারমারী বিওপি’র ১০ সদস্যের একটি টিম মঙ্গলবার ভোর ৫টার দিকে বারমারী সীমান্ত এলাকায় অভিযান চালায়। 


এ সময় চোরাকারবারীরা মালামাল ফেলে রেখে দৌঁড়ে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে বিজিবি ঘটনাস্থল থেকে চোরাচালানকৃত বিপুল পরিমান ভারতীয় শাড়ী জব্দ করে। জব্দকৃত শাড়ীর সিজার মূল্য ১৫ লক্ষ ৯৬ হাজার ৫ শত টাকা।


 তিনি আরো জানান, আটককৃত এ সকল মালামাল নেত্রকোনা কাস্টমস্ অফিসে জমা দেয়া হবে।