বরিশালের বাবুগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা সোহাগ হাওলাদার(৩৮) নামে এক যুবককে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে। এ ঘটনায় বাবুগঞ্জ থানা পুলিশ আনোয়ার হোসেন (৫০) নামের একজনকে গ্রেফতার করেছে।
সোমবার সকাল ১১ টায় উপজেলার দেহেরগতি ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত সোহাগের ভাই মোঃ সজল হাওলাদার বাদী হয়ে তিনজনকে আসামী করে বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
স্থানীয় ও থানার মামলা সূত্রে জানা গেছে,উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের সজল হাওলাদারের পিতা আঃ হকের মৃত্যুর পর প্রতিপক্ষরা তার পৈত্রিক সস্পত্তি জোরপূর্বক দখল করে সীমানা পিলার দেয়।
এ নিয়ে গত রোববার প্রতিপক্ষ সরোয়ার হোসেন, আনোয়ার হোসেন ও খোকন হাওলাদারের সাথে কথা কাটাকাটির এক পর্যায় জমির সীমানা পিলার উপড়ে ফেলা হয়।
সীমানা পিলার উপড়ে ফেলার জের ধরে সোমবার সকাল ১১ টায় মোঃ সোহাগ হাওলাদার দেহেরগতি ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে হানিফ হাওলাদারের ঔষধের ফার্মেসীর সামনে বসা ছিল।
এসময় প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে সোহাগকে হত্যার চেষ্টার উদ্দেশ্যে পিছন থেকে সোহাগের মাথা লক্ষ্য করে লাঠি দিয়ে পিটিয়ে মাথার উপর আঘাত করলে সোহাগ মাঠিতে লুটিয়ে পড়ে। এরপর প্রতিপক্ষরা তাকে হত্যার উদ্দেশ্যে লাঠি দিয়ে এলোপাথারি পিটিয়ে হাত ভেঙ্গে ফেলে।
সোহাগের ডাকচিৎকারে এলাকার লোকজন ছুঁটে আসলে প্রতিপক্ষরা স্থান ত্যাগ করে চলে যান। স্থানীয়রা আহত সোহাগকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
বাবুগঞ্জ থানার ওসি মোঃ মাহাবুবুর রহমান বলেন, মারধরের ঘটনায় থানায় মালার পর একজনকে গ্রেফতার করা হয়েছে বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।