দুই প্যাকেট সিগারেট চুরির অপবাদে এক যুবককে গাছে বেঁধে অমানুষিক নির্যাতন করা হয়েছে। থানা পুলিশ শনিবার দিবাগত রাতে নির্যাতনকারী জেলার হিজলা উপজেলার কাউরিয়া বাজারের মুদি ব্যবসায়ী আব্দুস সালামকে গ্রেফতার করেছে।
রবিবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাউরিয়া বাজারে কাঠমিস্ত্রির কাজ করে আসছিলেন বরজালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের বিজয় দাসের পুত্র নির্মল দাস। শনিবার বিকেলে বাজারের ব্যবসায়ী আব্দুস সালামের দোকানের দুই প্যাকেট সিগারেট চুরি হয়। চুরির ঘটনায় নির্মল দাসকে অভিযুক্ত করে ওইদিন সন্ধ্যায় ব্যবসায়ী সালাম প্রকাশ্যে নির্মল দাসকে সুপারী গাছের সাথে বেঁধে জনসম্মুখে অমানুষিক নির্যাতন করে।
শুধু নির্যাতন করেই শেষ হয়নি। তাকে (নির্মল) ১০ হাজার টাকা জরিমানা করে সাতদিনের মধ্যে এলাকা ছাড়ার হুমকি প্রদর্শন করা হয়। এ নির্যাতনের চিত্রভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে প্রত্যক্ষদর্শী এক যুবক। মুহুর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।
১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, নির্যাতনের সময় নির্মালের স্ত্রী রুপা দাস বাঁধা দিতে আসলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ব্যবসায়ী সালাম।
নির্মল দাসের স্ত্রী রুপা জানান, জোরপূর্বক আমার স্বামীকে চোর বানিয়ে গাছের সাথে বেঁধে অমানুষিক নির্যাতন করা হয়েছে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নির্যাতনে বাঁধা প্রদান করায় আমাকেও সালাম ধাক্কা মেরে ফেলে দেয়। আমি নির্যাতনের ঘটনায় দৃষ্টান্তমূলক বিচারের দাবি করছি।
হিজলা থানার পরিদর্শক (তদন্ত) তারেকুল হাসান রাসেল বলেন, চুরির অপবাদে যুবককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় রাতে থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে অভিযুক্ত মুদি ব্যবসায়ী আব্দুস সালামকে গ্রেফতার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।