কলাপাড়ায় দুইজনকে কুপিয়ে আঙ্গুল কর্তন

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: রবিবার ১৫ই আগস্ট ২০২১ ০১:১৬ অপরাহ্ন
কলাপাড়ায় দুইজনকে কুপিয়ে আঙ্গুল কর্তন

কলাপাড়ায় চলন্ত মোটরসাইকেলকে থামিয়ে দুইজনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। রোববার (১৫ আগষ্ট) বেলা ১১ টার দিকে টিয়াখালী বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার ধানখালী ইউনিয়নের নোন্দা গ্রামের সবিজ মোল্লার ছেলে খেপুপাড়া সরকারি মোজার উদ্দিন বিশ্বাস কলেজের ছাত্র রাকিব (১৯) ও আলমগীর হওলাদারের ছেলে ইয়াকুব (২৪)। এতে ইয়াকুব হাওলাদারের বাম হাতের তিনটি আঙ্গুল কর্তন করে।



স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে ইয়াকুব হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন কর্মরত চিকিৎসক।



আহত রাকিব'র বাবা সবিজ মোল্লা জানান, ঘটনার দিন সকালে কলাপাড়া থেকে মোটরসাইকেল যোগে ইয়াকুব ও একই গ্রামের রাকিব বাড়িতে যাছিল। এসময় মোটরসাইকেল থামিয়ে খোকন প্যাদা ও তার বাবা রসূল প্যাদা নেতৃত্ব ৭/৮ জন হামলা করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।