বরিশালে র্যাবের উদ্যোগে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করার অপরাধে ৬ টি ফার্মেসীকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। র্যাবের মোবাইল কোর্ট সপ্তাহ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টার নগরীর ঔষুধপট্টি হিসেবে পরিচিত কাটপট্টি এলাকায় এ অভিযান চালানো হয়।
ঔষধ আইন লঙ্ঘন করে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও অনুমোদিত ওষুধ বিক্রি করায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতাউর রাব্বি’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত সিকদার এন্ড কোং, মেসার্স বি এম এল ড্রাগ হাউস, মুর্শেদ মেডিসিন কর্নার, বরিশাল মেডিসিন মার্ট এবং মোঃ রাজ্জাক মেডিকেল হলকে ৫ হাজার করে টাকা ও মেসার্স মাহিয়ান সার্জিক্যালকে ২ হাজার টাকা জরিমানা করেন। সর্বমোট ৬ টি ফার্মেসীকে ২৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়।
অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষা ও গণসচেতনতা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন র্যাব-৮ এর সিপিএসসি কমান্ডার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ অন্যান্য সদস্যরা। এ সময় প্রসিকিউশন অফিসার হিসেবে সহযোগিতা করেন ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক অদিতি স্বর্ণা। পরে জব্দকৃত ঔষধ ধ্বংস করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।