সুপার শপগুলোর অভিনব প্রতারণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার ৯ই নভেম্বর ২০১৯ ০৮:৪০ অপরাহ্ন
সুপার শপগুলোর অভিনব প্রতারণা

হাইব্রিড নাম দিয়ে তুরস্কের পেঁয়াজ, বার্মার পেঁয়াজকে দেশি পেঁয়াজ বলে বিক্রয়, ওজনে কম দেয়া, প্রতারণার মাধ্যমে পণ্যের মূল্য বেশি নেয়া, কৌশলে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করাসহ নানা অভিনব কায়দায় ভোক্তাগণের সাথে প্রতারণা করছে সুপারশপগুলো! অদ্য ৯ নভেম্বর ২০১৯ বাণিজ্য মন্ত্রণালয়ের একটি তদারকি টিম কর্তৃক ঢাকা মহানগরীর উত্তরায় অবস্থিত আগোরা এবং স্বপ্ন সুপার শপে অভিযান পরিচালনা করে এ ধরণের অভিনব প্রতারণামূলক ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রমের প্রমাণ পায় এবং উভয় সুপার শপকে ১ লক্ষ টাকা করে সর্বমোট ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তৎক্ষণাৎ অভিযোগ করে অভিযোগকারী পেলেন ১২ হাজার ৫০০ টাকা।

স্বপ্ন সুপার শপে ১ জন ভোক্তা ১ কেজি ১৪০ গ্রাম মুরগির মাংস ক্রয় করেন। ২৬০ টাকা হিসেবে মূল্য হয় ২৯৬ টাকা কিন্তু ক্রেতার কাছ থেকে দাবি করা হয় ৫৪০ টাকা। আরো দুঃখজনক ব্যাপার হচ্ছে মাংসের প্যাকেটে লাগানো স্টিকারে বারকোড স্ক্যান করে দেখা যায় মূল্য লেখা আছে ৬১৫ টাকা। বাণিজ্য মন্ত্রণালয়ের একটি তদারকি টিম উক্ত প্রতিষ্ঠানে তদারকি কালে প্রতারিত ক্রেতা কর্তৃক লিখিত অভিযোগ দায়ের করলে তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হয় এবং অভিযুক্ত প্রতিষ্ঠান স্বপ্ন সুপার শপকে জরিমানা করা হয় ৫০ হাজার টাকা। জরিমানার ২৫% হিসেবে অভিযোগকারী পেলেন ১২ হাজার ৫০০ টাকা!!! এছাড়া বিদেশি চিপসের  প্যাকেটের গায়ে আমদানিকারক কর্তৃক নির্ধারিত মূল্য ১২৫ টাকা  থাকলেও  স্বপ্ন সুপার শপ কর্তৃপক্ষ পাশে আরেকটি স্টিকার লাগিয়ে দিয়েছে যেখানে লেখা আছে ২৫০ টাকা, বিদেশি বিভিন্ন কসমেটিকস এর কন্টেইনার এর গায়ে আমদানিকারকের নাম ঠিকানা এবং বাংলাদেশি টাকায় সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য সম্বলিত স্টিকার না থাকার কারণে স্বপ্ন সুপার শপ কে আরো ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

তদারকি টিমের উপস্থিতি টের পেয়ে ছয় মাসেরও অধিক সময় এর মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা, শ্যামবাজারের ব্যবসায়ীগণ নিজেরাই যেখানে মিশর, তুরস্কের পেঁয়াজ সর্বোচ্চ ৬০ টাকা কেজি দরে বিক্রয় করবেন মর্মে একমত হয়েছেন এবং বিক্রয় করছেন। সেখানে আগোরাতে বিক্রয় করা হচ্ছে ১৩২ টাকায়। তদুপরি হাইব্রিড নাম দিয়ে মিশরের পেঁয়াজ বিক্রয় করে ভোক্তাগণের সাথে প্রতারণা করে আসছে। এই সকল অপরাধে আগোরা সুপার শপ উত্তরা শাখাকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব