আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের শাখারিয়া নামক স্থান থেকে মঙ্গলবার সন্ধ্যায় আলম মৃধা (৪৮) নামে এক জনকে দেশীয় তৈরী ২টি শ্যুটার গান ও তিন রাউন্ড গুলিসহ আটক করেছে র্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা। আটক আলম মৃধা পটুয়াখালী সদর উপজেলার কেওয়াবুনিয়া গ্রামের মহিউদ্দিন মৃধার ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, পটুয়াখালী ক্যাম্পের ডিএডি বিজিও মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় আমতলী উপজেলার শাখারিয়া গ্রামের কালভার্টের পূর্ব পাশ থেকে মোঃ আলম মৃধা ওরফে আউয়ালকে আটক করা হয়। এসয় তার নিকট থেকে দেশীয় তৈরী ২টি শ্যুটারগান এবং ৩ রাউন্ড গুলি জব্দ করা হয়। আলম মৃধার বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় দাঙ্গা হাঙ্গামার ৩টি মামলা রয়েছে বলে র্যাব জানায়। আলম মৃধা ওরফে আউয়ালকে আটকের পর ওই দিন (বৃহস্পতিবার) রাত সাড়ে ৯টার সময় অস্ত্রসহ আমতলী থানায় সোপর্দ করে র্যাব।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান বলেন, আলম মৃধা ওরফে আউয়ালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।