বরিশালে সাড়ে ৬ কেজি গাঁজা সহ র‌্যাবের হাতে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: বুধবার ১৫ই ডিসেম্বর ২০২১ ০৪:৪৪ অপরাহ্ন
বরিশালে সাড়ে ৬ কেজি গাঁজা সহ র‌্যাবের হাতে যুবক আটক

বরিশালে সাড়ে ৬ কেজি গাঁজা সহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৮)। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোতয়ালী মডেল থানাধীন সাগরদী এলাকা থেকে তাকে আটক করা হয়। বুধবার সকালে এক মেইলে এ তথ্য জানায় র‌্যাব-৮। 


র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে র‌্যাবের একটি টিম সাগরদী এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মোঃ তাওহিদ (১৯) পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে কৌশলে তাকে আটক করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা। পরে আটককৃত মাদক ব্যবসায়ী তাওহিদের কাছ থেকে ৬ কেজি ৭শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


আটককৃত যুবক ঝালকাঠী জেলার কাঠালিয়া থানাধীন পূর্ব ছিটকি গ্রামের মোঃ সোলাইমান আকনের ছেলে বলে পরিচয় দেয়। এ ঘটনায় র‌্যাবের ডিএডি মোঃ নুর ইসলাম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত যুবক মোঃ তাওহিদকে আসামী করে একটি মামলা দায়ের করেছে।