প্রকাশ: ২১ নভেম্বর ২০২১, ০:১২
কসমেটিকসের দোকানে পাওয়া গেছে বিদেশি মদ ‘গ্রান্ড রয়েল’। কক্সবাজার শহরের কলাতলী হোটেল ও মোটেল জোনের একটি দোকানে এটি পাওয়া যায়। আজ রোববার বিকেলে কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মো. শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত দোকানটির মালিক কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের লাইট হাউজ এলাকার মো. হোসেনের ছেলে রাকিব উদ্দিনের (১৯)।
জানা গেছে, গতকাল শনিবার দিবাগত রাতে হোটেল-মোটেল জোনের একটি কসমেটিকসের দোকানে গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের অভিযানে তল্লাশি করে সেখান থেকে মিলেছে ৬টি বিদেশি গ্রান্ড রয়েল ব্রান্ডের মদ। এ সময় দোকানের মালিককে আটক করা হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মো. শেখ সাদী জানান, মদ ছাড়াও দোকানে পাওয়া গেছে বিভিন্ন যৌন উত্তেজক ওষুধ। এসব ওষুধের বেশিরভাগের মেয়াদ নেই। যদিও এসব খোলা বাজারে বিক্রি নিষিদ্ধ।