কুষ্টিয়ার খোকসা উপজেলার হিজলাবট নদীর ঘাট থেকে একাধিক মামলার দুই চিহ্নিত আসামিকে গ্রেপ্তার করেছে খোকসা থানা পুলিশ।
গত শনিবার (২০ নভেম্বর) রাতে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
রোববার (২১ নভেম্বর) সকালে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন, খোকসা উপজেলার উসমানপুর ইউনিয়নের শামসুদ্দিন মণ্ডল ওরফে কাটে মণ্ডলের ছেলে সামিরুল মণ্ডল (৩৫) ও একই ইউনিয়নের আজিল সেখের ছেলে রাজিব সেখ (২৮)।
ওসি জানান, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে খোকসা হিজলাবট ঘাটে অভিযান চালিয়ে সামিরুল ও রাজিব নামের দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় সামিরুলের কাছ থেকে একটি ওয়ান শুটার বন্দুক, এক রাউন্ড গুলি, দুইটি রাম দা ও রাজিবের নিকট থেকে ৯৮ পিচ ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
গ্রেপ্তারকৃত দের বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলা হয়েছে বলেও জানান ওসি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।